কৃষি সম্প্রসারন অধিদপ্তর জন্য একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠান। এ অধিদপ্তরের মুল দায়িত্বই হচ্ছে আধুনিক ও লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশের কৃষি উন্নয়ন কর্মকান্ডে জড়িত বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানেন সাথে যোগসূত্র রচনা করে কৃষি উন্নয়ের গতিধারাকে তরান্বিত করা। প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কৃষি পরিবেশ, কৃষকের আর্থ সামাজিক অবস্থা, বাজার চাহিদা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে কৃষিসম্প্রসারন অধিদপ্তর এ দেশের কৃষি সেবা প্রদান করে আসছে |
১।সকল শ্রেনীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারন সহায়তা দেয়াঃ
সব ধরেনর কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজানুযায়ী যাতে সেবা পেতে পারে তারে নিশ্চয়তা দেয়া।
২। কৃষকদের দক্ষ সম্প্রসারন সেবা প্রদানঃ
দক্ষ সম্প্রসারন কর্মীর মাধ্যমে শস্য, মৎস্য ,পশুসম্পদ, বন পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা।
৩) কৃষি বিষয়ক কর্মসূচি প্রনয়ন বিকেন্দ্রীকরনঃ
তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থানীয় সম্পদ সর্ম্পকে তথ্য সংগ্রহ, কর্মসুচি পরিকল্পনা, পশিক্ষন এবং গনমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচি প্রনয়ন।
৪) চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারনঃ
চিহ্নিত চাহিদা, সমস্যা ওসম্ভ্যাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারন কার্যক্রম ও গবেষনাদির বিষয়বস্তু নির্ধারন করা।
৫) সকল শেনীর কৃষক দলের সাথে কাজ করাঃ
কৃষকের কাজে সর্বাধিক সুবিধা পৌছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষক দলের সাথে কাজ করা।
৬) কৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারন কার্যক্রম জোরদারকরণঃ
কৃষকদের উপযুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী কৃষি গবেষনাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারন এর সাথে নিবিড় সর্ম্পক গড়ে তোলা।
৭) সম্প্রসারন কর্মীদের জন্য প্রশিক্ষনঃ
কৃষকের সেবা চাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারন কর্মীদের প্রশিক্ষণ দেয়া।
৮) উপযুক্ত সম্প্রসারন পদ্বতির ব্যবহারঃ
বিভিন্ন শ্রেনীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারন উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষ্যে সম্প্রসারন সংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শন, গনমধ্যম, প্রশিক্ষন, মেলা, পরিদর্শন ও উদ্বুদ্বকরন ভ্রমন এবং অংশগ্রহনমুলক পদ্বতি সমূহ ব্যবহার।
৯) সমন্বিত সম্প্রসারন সহায়তা প্রদানঃ
কৃষি সম্প্রসারন অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারন সহায়তা প্রদান করে।
১০) সম্বিলিত সম্প্রসারন কার্যক্রমঃ
সম্পদসমুহের সবোর্ত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারন সেবা দান করা।
১১) পরিবেশ সংরক্ষনে সমন্বিত সহায়তা প্রদানঃ
প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার অনুকূলে ভূমি, পানি ও বায়ূদূষন ও ক্ষয় নিয়ন্ত্রন দূর করা,পরিবেশ সুরক্ষাকারী এবং ব্যবস্থপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্বি করা।
১২) কৃষি বানিজ্যকরনঃ
কৃষকের উৎপাদিত পন্যের বাজারজাতকরনে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা করা।
১৩) কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারঃ
কৃষি বিষয়ক যে কোন তথ্য পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারন জনগনের মধ্যে পৌছানো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS